পাবনার ঈশ্বরদীতে সাপের খেলা দেখানোর সময় সাপের কামড়ে নাঈম (২২)নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরি আমবাগানের বাহারাম এর ছেলে।
কিছুক্ষণ পর নাঈম নিজেই বাধন খুলে ফেলে এবং কিছু হবে না বলে জানায়। বেলা ১১টার দিকে সাপের বিষক্রিয়ায় নাঈম আস্ত আস্তে ঝিমিয়ে পড়তে শুরু করে। এসময় তাকে সহকর্মী ও স্থানীয় লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু এখানে কোন চিকিৎসা ছাড়াই দুপুর ২টা পর্যন্ত রেখে দেয়। এক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাঈমকে বর্তমান বসবাসরত রেলগেট সুইপার কলোনী বস্তিতে নিয়ে আসা হয়। এরপর নাঈমের অবস্থা ভয়াবহ রূপ ধারন করলে দুপুর ৩ টার দিকে মুলাডুলিতে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা তাকে দেখার পর মৃত ঘোষণা করে। উল্লেখ্য, মৃত নাঈম সাপ খেলা দেখিয়ে উপার্জিত অর্থ দিয়ে জীবন জীবীকা নির্বাহ করতো।